শুভ্র বন্দ্যোপাধ্যায় -এর কবিতা
আত্মআক্রমণ
৩
বুঝি না চাওয়াই ভাল
আত্মআক্রমণ আসলে প্রতিদিন কাটা মাংস
গরম লাল তুলে রাখে সুপ্রাচীন হিংসা সর্বস্ব মাথায়
তারপরেও দাবী থাকে চলে যাবার পরেও
কিছু দিন সমস্ত নথিতে নাম থেকে যায়
৪
আত্মআক্রমণ আসলে মাংস তৃষ্ণা পানীয়ের ক্ষুধা
অথচ স্মৃতির হিংসা কাজে দেয়না
আদিম বাইসনের সামনে সিংহ একটা হলুদ বাতাসের ডেলা
স্থির দাঁড়িয়ে মাংসে বেঁধানো নখ দাঁত
গর্জন ও আর্তনাদের ঠিক আগের মুহূর্তের নৈঃশব্দ্য
এরপর যদিও দৌড় আছে
বাদাজমির নরমে গেঁথে দেওয়া খুরের ভার
ধাবমান থাবার দ্রুতি আমাদের ভালো লেগে যায়