
শুভম চক্রবর্তী-র কবিতা
ক্ষমা করবেন
আমার মনের হদিশ আমার কাছে নেই
ফ্রয়েড, ইয়ুং, লাকাঁ প্রমুখেরও নিশ্চিত অজানা
ব্রা ও প্যান্টি নিয়ে আমি যেমন কোনোদিন লিখিনি
আর লিখিনি টিপু সুলতান মসজিদের আল্লাহকে নিয়ে
সব গানই চেনা গতের
সব গানই নিজের আত্মপ্রশ্নকে ডিঙিয়ে ব্যক্তির নৈর্ব্যক্তিকতার বাতায় আখর গুঁজছে
চারদিকে সমাসীনা শীত
আমাদের নির্বাচিত নিবন্ধগুলি কোন সেমিনারে পড়া হবে
ততদিন বেঁচে যাব বলো !
আমার মনের হদিশ আমার কাছে নেই, কিন্তু কার কাছে যে আছে তা-ও ঠিক জানি না
দিব্যজীবন এক ধোঁয়া ধোঁয়া পথের কিনার
কৃষ্ণচূড়া রাধাচূড়া গাছ পাশাপাশি
রতির আলগা গায়ে খসে যাওয়া রতি
আমাদের বিবাহ হলো না
সাক্ষাৎ শূন্যের দেখা যে পেয়েছে তারই মনোবীজ
এখন উঠোন জুড়ে ছুঁড়ে দিচ্ছি একা একা হাতে
বাইরে তুমি প্রশ্নাতুর মেঘ
ভেতর ভাসিয়ে দেয় বিলক্ষণ উঁচুনিচু ভ্রম
খাঁচা লাগে আমাদের। রূঢ়ভাষী খাঁচার দয়ায়।
সম্বচ্ছর মোটামুটি করে চলে যায়।
আমার মনের হদিশ আমার কাছে নেই
তুমি চলে গেছ…
সে কথা আমি এর চেয়ে কম চিহ্নে
বোঝাতে পারিনি বলে, হে সস্যুর, ক্ষমা করবেন।
প্রেম
হে প্রেম, ধ্যানস্থ হওয়ার আগে পেঁয়াজের খোসা,
শাঁসওয়ালা নরম ডালিম, রক্তাভ হাতির শুঁড়, হাত-পায়ে অরূপ যন্ত্রণা, নিয়তির অপলক ক্ষয় ধরা রাং-দেঁতো-হাসি…
হে প্রেম, চকিতের বিস্মরণ, চকিতে আলাপ লেগে কাঁপা, ফাঁকা জলশূন্য গ্লাস, হাওয়া দমতক, বোর্ড থেকে চার্জারের ঝুলে দুলে বাঁচা…
হে প্রেম, চণ্ডীর থানে মাথা ঠোকা, দূর্বাগুচ্ছ, যোনির বাকল ফেটে যাওয়া, কুলফি মালাই প্যাঁক প্যাঁক, পরজন্মে আস্থা হারানো মন, আয়ুর্বেদ হাগার জোলাপ…
হে প্রেম, কল্পনাপ্রতিভা, ছেঁচে গুঁড়ো করা খুলি, আধুলির মতো ছুঁড়ে দেওয়া, গতজন্ম থেকে এ-জন্মের দখিনা বাতাস তাকে কতদূর টেনেটুনে আনে, প্রতীক্ষার দেহজ চাতাল…
হে প্রেম, মননের মধু, অর্বুদ অর্বুদ বর্ষ ডিঙিয়ে হড়পা ধরা বান, শ্মশানের খাট, মোল্লার কবর থেকে উঠে আসা স্তব্ধ মোনাজাত, জবরজং ক্যালেন্ডার নববর্ষ দ্বিতীয় বেলায়…
হে প্রেম, জীবনের সমাপ্তিসংগীত, মরণের আরক্ত গোধূলি, বীক্ষণের বর্ডার পেরিয়ে যাওয়া কুবকুব পাখিদের ডাক, চোয়ালের নম্র ব্যথা, শারীরিকতার পাতা ফাঁদ…
হে প্রেম, গলিত দিন, সন্ধ্যার ভাষাপরিসর, নিশির আহত ডাক, শৈশবের আধো আধো বোল, বুঝে ফেলা, তারপর অন্তহীন অবুঝ পশুর হাড় ও মাংসমাখা একটি শোলোকভরা মাঠ…
লেখাটি যদি ভালো লাগে, আবহমানে নিজের ইচ্ছেমতো ফোন পের মাধ্যমে
অবদান রাখতে পারেন, এই কিউ আর কোড স্ক্যান করে। ফোন পে করুন 9051781537
অথবা স্ক্যান করুন পেমেন্টের লিংক