
শুভম চক্রবর্তী -র কবিতা
আমি M.C.P বলছি
তোর স্তন ডাঁটো শালুকের মতো হালকা হাওয়ায় কাঁপছে গাঁয়ের পুকুরে।
তোর যোনি চোরবালির মতো নিঃসম্পর্ক করে আমায় ঢুকিয়ে নিচ্ছে মরণ অন্তরালে।
তোর ঊরু মাংসল ভঙ্গিমা থেকে কিছু দূরে ভ্রমরাধিক ভ্রমণে যাওয়ার ইঙ্গিত দিয়ে ঘুমিয়ে পড়ছে মার্জিনের পাশে।
তোর পেট ‘নাভি’ শব্দের গাম্ভীর্য ঝেড়ে ফেলে দূরে গ্রাম্য ছেনালিতে মেতে মেতে শীতের মেলায় যাচ্ছে।
তোর আঙুল আমার মুখে ঢুকে পড়ছে চার-পাঁচটা মন্বন্তরের আকুল চ্যাটচ্যাটে খিদে নিয়ে।
তোর জিভ গাদ ও তলানিসমেত আত্মসাৎ করতে চাইছে ঈশ্বরঅর্পিত হব্য৷
তোর নিতম্ব কলার মান্দাসে চাপা লাশের মতো দুলে দুলে পেরিয়ে যাচ্ছে বৈতরণী নদী।
তোর চোখ তৃতীয় নয়ন হয়ে লজ্জা দিচ্ছে থার্ড ডাইমেনশনের বাচ্চাদের।
তোর কানের লতি অনেক আদর খেয়ে শীতঘুম দিচ্ছে আকাশের গায়ে।
তোর লোম সুগন্ধের ধারণার গায়ে অখিলম মধুরম হয়ে বেজে উঠছে পুজোর দিনগুলিতে।
অথচ সম্পূর্ণ তুই বর নিয়ে, বাচ্চা নিয়ে হাসিখুশি থাকার অ্যাক্টিং করছিস মাগী।
আমাকে কী তোর একবার মনেও পড়ে না?