
শর্বরী চৌধুরী
ভাগাভাগি
কতদিন পর দেখা কলেজের বন্ধুদের সংগে।
দীপ, শ্বেতা, শুভ, ঋতু আর পৃথা।
-এই শ্বেতা, কত কামাসরে মাসে? পাঞ্জাবি বরের সংগে প্রেম করিস কোন ভাষায়? হাসির হুল্লোড়
উঠল একটা।
-আমার বর ভাই প্রেম ট্রেমের ধার ধারে না। আমি আর আমার ছেলে তার কাছে এক ইরকম, ডেবিট-ক্রেডিট দুই দিক। ঋতু বলে।
-শুভ, তোর তো আবার চাইনিজ বউ! নাকটা কতটা চ্যাপ্টা? মেপেছিস কখনো?
-দীপ, তুই এত চুপচাপ হয়ে গেলি কবে থেকে?
কোথায় গেল তোর কবিতার খাতা?
কটা ছেলেমেয়ে তোর?
-একটা।
-ছেলে না মেয়ে?
-কোনোটাই নয়,ইউনাখ !
সবার মুখে অপার নিস্তব্ধতা। ধীরে ধীরে দীপের মাথায় হাতটা আলতো করে রাখি। একটু পরেই
হেসে উঠি উচ্ছ্বলভাবে। -দীপ, তোর মনে আছে
তোর আর আমার সেই অব্যক্ত প্রেম, কলেজে আসার কিছুদিনের মধ্যেই? কেন কোনোদিন দুজন দুজনকে জানাতে পারলাম না বলতো? কেন? কেন? এবার দীপের স্নেহের হাত আমার মাথায়।
দুঃখও ভাগাভাগি হয়? হতে পারে?