
বর্ণালী কোলে-র কবিতা
অশ্রু তবে ফাগুন হোক
(১)
বুকের কোটর থেকে বুকের কোটরে আলো আসে
নক্ষত্র থেকে আসে জল
চুম্বন থেকে চুম্বন চোখের পাতা ছুঁয়ে যায়
ওষ্ঠে দাঁড়ায় বিরহী
যোজনগন্ধা দূরত্ব
হাতে তার স্তবক,অপরাহ্ণ
(২)
কত লিখতে পারতাম তোমাকে,আর কত কম লিখেছি, বলো
কত স্পর্শ করতে পারতাম,আর কত কম ছুঁয়েছি, বলো
আঙুল বাড়িয়ে দেব,দোলনচাঁপা আঙুল
তুমি ছোটছোট পাখি আঁকবে?
ভালবাসবে?
মহাকাশে উড়তে থাকব,বিন্দু থেকে বিন্দু…
চোখ থেকে শিশির ঝরে যাবে
আগুন থেকে আগুন
সব মিথ্যা
শুদ্ধ হব,পবিত্র
(৩)
ওই দূরত্বটুকু ঘুচে যাবে
ওই মুখমণ্ডলে নেমে আসবে প্রেম
চোখে থাকবে তার কিছু মদিরতা
চুলে ঝরাপাতা কিছু পড়ে পড়ুক
কাছে টেনে নিও
বুকের মধ্যে ভেঙে পড়ব, একদিন ঠিক
যেমন ভাঙে খোঁপা
রাত্রিশেষে,আদুলতায়
(৪)
দেখা যায় বাঁশুরি? দেখা যায় সুর?
ছুঁয়ে দিই যদি নীল রঙ, শিরা
রক্তের মধ্যে দুলে উঠছে সম্মতি
চারুলতা চোখ , বৌঠান
কাঁধে মাথা রেখে যদি বসি
প্রকাশ্য, গভীর, অন্তরাল
ময়ূরপঙ্খী হাওয়া এনে দিক তারা
এনে দিক অঙ্গুরী
স্পন্দনে বাজুক বেলফুল
(৫)
আলোর কাছে যাব এবার
গানের কাছে
বাস জানালা
ম্লান মেয়ের মতো সকাল চোখ
পলাশ ফুটে
একটি দুটি কুঁড়ি
পাপড়ি ছুঁয়ে জানাই এবার
বসন্ত হব
আবার কোনও আবিরদিন
অশ্রু তবে ফাগুন হোক
অশ্রু এখন বাউল মাঠ
অশ্রু তবে নদী,বিসমিল্লাহ সুর