বর্ণালী কোলে-র কবিতাগুচ্ছ
মৃত্যু বিষয়ক কবিতা
রঙ্গালয়(উৎসর্গ শাঁওলী মিত্র)
(১)
শোকগাথা লেখার জন্য আমরা জীবিত,এখনও
আজ আপনি, কাল অন্য কেউ
চুপচাপ দেখে চলেছি মৃত্যুস্রোত
জীবনের প্রহসন
এই ছিলেন,এই নেই
ঘর কথা বলে,আসবাব,শাড়ি কথা বলে
কথা বলে বই,চশমা,আকাশ দৃষ্টি
মৃদু স্বর
কথা বলে আয়ত চোখ
“কথা অমৃতসমান”,কথা বলে “নাথবতী,অনাথবৎ”
(২)
আলাপ ছিল না কোনও
তবুও আলাপ যেন কত
দূর থেকে দেখে চলেছিলাম জীবন
আজ দেখলাম আপনার ইচ্ছাপত্র
এই বেশ ভালো চুপিচুপি যাওয়া
দাহ হয়ে যাওয়ার পর আমাদের দাহ
ফুলভার,শায়িত মৃতদেহ
অনুরাগী স্পর্শ
কিছুই চান নি আপনি
জাহ্নবীর বক্ষে ভেসে যাওয়া,মিশে যাওয়া অস্থি,ছাইভস্ম
ওরা কি এখন ফুল?
পুজোর অর্ঘ্য?
ছোট্ট শিশু?
ওই দেখো দিগন্তে দাঁড়িয়ে জনক -জননী তার
আকাশ আজ থেকে প্রেক্ষাগৃহ
মঞ্চস্থ রোজ সেখানে পিতা,মাতা,পুত্রী..
আকাশ আজ থেকে রাজা
রাজাদের পরিবার
(৩)
ভালো থাকবেন
ভালো থাকুক মানস কন্যা আপনার
ভালো থাকুক বাংলা আকাদেমি
বিষন্ন চেয়ার
ভালো থাকুক টেলিফোন
আপনার সুহৃদ,বন্ধুসকল
ভালো থাকুক আপনাকে নিয়ে লেখার জন্য উদ্যত কলম
জ্ঞানী-গম্ভীর চোখ
পুরু চশমা
গভীর প্রবন্ধ-নিবন্ধ
ভালো থাকুক হৃদয়াবেগ
কুয়াশা,মেঘ,রোদ্দুর দিন
ভালো থাকুক আপনাকে নিয়ে লেখা কবিতা
ফুল হয়ে আসবেন আজ বাগানে বাগানে?
সই হই আমরা..
যেমন বন্ধুত্ব পাখিতে, আকাশে
যেমন বন্ধুত্ব রজনীগন্ধায়, নির্জনে..
নক্ষত্রের বুকের কোটর(উৎসর্গ-মৃত প্রেম)
চিঠি
(১)
কাল আপনার ডিলিট করা মেসেজগুলি ডিলিট করার আগেই দেখেছি।
কত ভুল ভেবেছেন আমায়। আবার ব্লক করলেন ! বাড়ি ফিরছি ট্রেনে।
মনে পড়ছে আপনাকে।রাগ হচ্ছে না।যত খুশি ভুল বুঝুন।
মেনে নিলাম সব।রোদ পড়ছে একটু একটু।কেমন এক মায়া রয়ে গেল।
আপনাকে উপহার দেব বলে একটি থার্মোফ্লাক্স কিনেছিলাম ।
দিতে পারলাম না।ওটা আপনার স্মৃতি হিসেবে রয়ে গেল।
রাগ কমাবেন।জীবন আর একটু ভালো লাগবে।ভালো থাকবেন।
(২)
পরশু দিন আমারও খুব রাগ হয়েছিল। কেমন সরে
গিয়েছিলাম আমার কাছ থেকে।মন একটি লাগামছাড়া
ঘোড়ার মতো চরে বেড়াচ্ছিল।যা যা মনে হচ্ছে, সব
লিখেছি।একবারও ভাবি নি যাকে লিখছি,সে ভুল
মানুষ।
আজ খুব অনুতাপ হচ্ছে। অত সব কথা লেখার দরকারই
ছিল না।
আপনি তো নীলকন্ঠ নন।আমার আবেগ আপনি
ধারণ করবেন।
স্নেহ পাই নি।প্রেম না।
গরলই পেলাম।
তা ধারণ করতে করতে আমি একটি ফুটফুটে দিন।
আমি এক বাগান ফুল।
আজ থেকে নক্ষত্রের বুকের কোটরে রাখবো, মনখারাপ
শিক্ষানবিশ
এরপর আর শুরু করার কোনও জায়গা নেই
এই রকম,এই রকমই ঘটতে থাকে জীবনে
কিছুই তো জানো না
কয়েকটি,কয়েকটি অক্ষর জন্ম ছাড়া
বিকেল পড়ে এলে
মৃত প্রেমের দাহের পর
শিখে নিও চোখের পাতার শুশ্রূষা
অতিক্রম
আঁকিবাঁকি কাটতে কাটতে
পার হওয়ার চেষ্টা করছি নদী
আঁকিবাঁকি কাটতে কাটতে
পার হওয়ার চেষ্টা করছি আকাশ
আঁকিবাঁকি কাটতে কাটতে
পৌঁছাতে চাইছি তোমার কাছে
আঁকিবাঁকি কাটতে কাটতে মুছে ফেলছি বিদ্বেষ
দিগন্ত জুড়ে রোদ্দুর উঠছে, ভালেবাসার
খুব ভাল লাগল। বিশেষত চিঠি সিরিজ
বর্ণালী কোলে এর কবিতাগুলো পড়ে ভালো লাগলো।