প্রবালকুমার বসু-র কবিতা
অবিনশ্বর
বেদানার মত তুমি, অকিঞ্চিৎ দূর থেকে দেখা
তোমার চোখের আলো সুদূর মিশর থেকে আসে
তোমার নাভির পাশে অন্ধকার ঠিক যেন ব্রীজের নীচের থেকে ওঠা
রানওয়ে বরাবর অক্লান্ত বৃষ্টি ঝরে পড়ে
নীরবে দিগন্তরেখা কাছে আসে, প্রগলভ উঠি নাকি হয়ে
দূরত্ব ভাঙতে তবু বারবার কেন সেই আমাকেই চেয়েছ আবার?
রং-বাহার
তোমার জীবন তোমার মতন চলুক
আমার জীবন চলুক আমার ঢঙে
যার যা খুশী ইচ্ছে মতন বলুক
আমি আমার বাঁচা হরেক রঙে
রাঙিয়ে নিতে থাকি প্রহর গুণে
সব ঋতুতে, মাসের পর মাস
ফুল যেভাবে অনন্যোপায় ফোটে
চাগিয়ে দিয়ে বসন্ত উদ্ভাস
নদী যেমন মোহনা অভিমুখে
আছড়ে ফেলে জমানো অভিপ্রায়
তেমন ভাবে বাঁচতে নিসঙ্কোচে
রঙীন কেবল হচ্ছি নিরুপায়ে