
পৃথা চট্টোপাধ্যায় -এর কবিতা
কিশোরী বেলার ঘর
এখন আমার কোনো আনন্দের ঘর নাই,
নাই কৌতূহল আর বিস্ময়ের
শৈশব ও কৈশোরের দিনগুলি
তখন সব ছিল
ঘরে আনন্দ ছিল
আনন্দের ঘর ছিল
চোখ বন্ধ করলে দেখতে পাই
আমার ঘরের ঘুলঘুলিতে, কড়ি-বর্গার ফাঁকে
খড়কুটো, তুলো দিয়ে
বাসা করেছে চড়াই