দুটি কবিতা
:: সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়
It’s simple, just writing about your trips on a blog but you must make sure you installed FlatNews design for that blog.
দুর্গন্ধময়
এই হাতে হত্যা লেগে আছে
এই হাতে আগুন, রক্ত, অভিশাপ
দারুণ অশান্তি আজ
থকথকে বমি বমি
চিৎকার মাখা কান্না
সব থেমে যাবে
নিজেকে কুচিয়ে রাখব
তেল নুন মেখে রাখব
ঢেকে রাখব আজ
তোমাকে বলিনি?
শোনো
এ জীবন দুর্গন্ধময়
বিস্ফোরণ
যে লেখার ভিতর আমি পুরে দিলাম
আমার কনুইয়ের দিকটা-
সেটা সেই বাসের লোকটার জন্য
যে আমার স্তনে কনুই দিয়ে বারবার ধাক্কা দিচ্ছিল।
যে লেখার ভিতর আমি পুরে দিলাম
আমার পায়ের আঙুল
সেটা সেই রাস্তার পাথরটার জন্য
যেটায় ধাক্কা লেগে আমি পা ফেলতে পারিনি অনেকদিন।
যে লেখার ভিতরে আমি পুরে দিলাম আমার ঠোঁট
অবশ্যই, সেটা আমার প্রেমিকের জন্য ।
মরে যাওয়ার আগে
যাকে চুমু খেয়ে আসা হয়নি আমার।
যে লেখার ভিতর আমি পুরে দিলাম আমার জিভ
সেটা সেই সব ব্যাটার জন্য
বেঁচে থাকতে যারা আমাকে কথা বলতে দেয়নি।
যে লেখার ভিতর আমি পুরে দিলাম – আমার হৃদয়
সেটা ওই হারামী পৃথিবীটার জন্য
যার ভিতর কোনো হৃদয় নেই, শুধু গিজগিজ করছে প্রাণ!
সমস্ত লেখার ভিতর আমি পুরে দিলাম নিজেকে
এইবার…
যা ইচ্ছে হোক।