
দীপ শেখর চক্রবর্তীর কবিতা
ভোর
রাতের বেলা উঠে
মাথার কাছে জানলাটা
খুলে দিলাম
এতক্ষণ বদ্ধ লাগছিল ঘরটা।
কোথাও একটা কিছু খুলে গেলে
রাতের পরীরা যে কীভাবে টের পায়
পাঠিয়ে দেয়, অল্প একটু হাওয়া।
কবিতার মাথার কাছে জানলাটা
খোলার জন্য
সেই কবে থেকে বসে আছি…
পরীরা হাসছে
তাদের হাসি হয়ে উঠছে
অল্প অল্প ভোর।
ছুটি
সবথেকে ভালো লাগে ছুটি
আর লাগে সহজতা
এই যে আকাশ, পাখি, হাওয়া
এরা সকলেই তো ছুটি
সকলেই তো সহজতা
আমি পুরোনো বসতবাড়ির
এক মলিন জানলা
অপেক্ষায় থাকি, কখন কে
কপাটদুটো এসে খুলে দেবে
আর শিকের ফাঁকে এসে বসবে
একটু পাখি, আকাশ, হাওয়া
তারপর, সকলে মিলে টেনে নিয়ে যাবে
ওদের দেশে।
ওদের দেশ
সেই তো সুন্দর
যেখানে ঝড়ের আশঙ্কা নেই
শুধু কাজের পাতাগুলো
অবিরাম এদিক ওদিক উড়েই চলেছে।