
দীপঙ্কর মুখোপাধ্যায়ের কবিতা
ঝুম-বৃষ্টির আবডালে
জানলার পাশটিতে শুয়ে আছি
ভেসে যাচ্ছে রেলরাস্তা বাসসড়ক কুসুমের ঘর…
অবর্ণনীয় রাত্রি নামছে ঝুম-বৃষ্টির আবডালে
মোবাইল টাওয়ারে জমে উঠছে আর্দ্র সংলাপের সরগম
আসক্তির তুমুল-জলে ক্লাব-সোডা মিশিয়ে দিচ্ছে ডাক্তার
গেলাসের খুশবু উড়ছে,
শালপাতায় কে যেন নিয়ে এলো ধোঁয়া-ওঠা উনিশ শতকের মজলিস
কাগজের নৌকা দুলছে উঠোনের হাঁটুজলে ছায়ারা ক্রমশ দুর্বোধ্য হয়ে গেল
ভেজা পাশবালিশের থেকে মুখ ফিরিয়ে ওপারে যে দিগন্তে মিশে যাচ্ছে
তাকে রূপকথা ফিরিয়ে আনতে বললাম
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️