তৃষ্ণা বসাক
যা কহি ঈশ্বর কহি-ব্যঘ্র অবতার এলে
যা কহি ঈশ্বর কহি তুমি ভাবো ঢপ,
অনন্তর সম্ভাবনা শীত ও আতপ…
আমি যে ফুটি ও ফাটা, ফল ও বিফল,
ঘাড় ও গর্দানে মেপে পাইনিকো তল,
আসেনা, আসেনা, বিধি বড় মোরে বাম
তাই তো বদল গণি সুবহ ও শাম,
খরিদ করিতে নাড়ু, পাইয়াছি চপ
শিল্পের মহিমা এই বটম টু টপ!
যা কহি ঈশ্বর কহি, নহে তো মাজাকি,
পাদপদ্মে অবনত খাকি ও নিখাকি,
বলিব বলিব সখা বলিব নিশ্চয়,
এক জন্ম, এক মৃত্যু, আছে বরাভয়
যতক্ষণ শ্বাস আছে, ততক্ষণ ঘাস
ব্যঘ্র অবতার এলে রক্তের পিয়াস…