তৃণা চক্রবর্তীর কবিতা
স্তব্ধতার কথাগুলো
বলার মতো নয়
তুমি তো জান, স্তব্ধতার কথাগুলো
একেকটা শীতকালের জলাশয়
ভেতরে ঘুরপাক খেতে খেতে মরে যায়
তবে কি মরে যাওয়ার অপেক্ষায়
কাচের জানলায় একে একে জড়ো করছ
বাতিল মোমবাতির আলো
নিরুপায় এক অন্ধকারের পাশে
বলার মতো তেমন কিছুই নয়
তুমি তো জান, স্তব্ধতার কথাগুলো
কীভাবে প্রতিদিন অতিক্রম করে যেতে হয়
অসম্পূর্ণ
যেভাবে আলো এসে পড়েছে
দেখেছ সেইভাবেই
আলো এসে পড়ে কোনও কোনও দিন
স্বপ্নের ওপর আর এক নির্ভার স্বপ্নে
যে কথা অন্ধকারের
ভেবেছ নিজের ?
অন্ধকার থেকে গেছে তবু
ঘুমের নিচে আরও কোনও এক ঘুমে
যেভাবে অস্পষ্ট গত জন্মের তিল
আলোর অস্থিরতায় কেঁপে কেঁপে ওঠে