তাইওয়ানের কবি চেন সিউ চেন-এর দুটি কবিতা, ইংরেজি থেকে ভাষান্তর – ঈশিতা ভাদুড়ী

তাইওয়ানের কবি চেন সিউ চেন-এর দুটি কবিতা, ইংরেজি থেকে ভাষান্তর – ঈশিতা ভাদুড়ী

চেন শিউইউ-চেন, তমকাং বিশ্ববিদ্যালয়ের চীনা সাহিত্য বিভাগ থেকে স্নাতক এবং একসময় সংবাদপত্র ও ম্যাগাজিনের সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন, এখন তিনি “লি পোয়েট্রি সোসিয়েটি” -র অন্যতম সম্পাদক। তার কবিতাগুলি ম্যান্ডারিন-ইংরাজী-স্প্যানিশ দ্বিভাষিক এনথোলজিতে নির্বাচিত হয়েছে, "পোয়েট্রি রোড বিটুইন টু-হেমস্ফিয়ারস, ২০১৫" এবং "ভয়েসেস ফ্রম তাইওয়ান, ২০১৭”, "হুইস্পারস অব সোফলে, ভলিউম ২, ২০১৮"এবং" অমারাবতী পোয়েটিক প্রিজম, 2018"এবং বিভিন্ন স্প্যানিশ ও ইতালিয়ান অ্যান্থোলজিতে। তাঁর কবিতাগুলি বাংলা, আলবেনিয়ান, তুর্কি এবং অন্যান্য ভাষায় অনুবাদ হয়েছে। তাঁর কবিতার অনুবাদ করলেন ঈশিতা ভাদুড়ী।


বিদায়

বাস চলে গেল।
বাসের জানালার বাইরে
তোমার কুঁজো-পিঠ শরীর ধীরে ধীরে
মিলিয়ে গেল
অন্ধকার ছায়ার মধ্যে,
নির্জন বাসস্টপের চিহ্ন ছেড়ে।
ধীর গতিতে তোমার পিঠ আমার চোখে
ঝাপসা হয়ে গেল।

এবার বিদায় জানানোর পালা আমার।
ভালোবাসা ও ঘৃণার জন্মভূমিতে
যে তুমি কয়েক দশক করেছো বসবাস
সেই তুমি পুণরায় তোমার
দীর্ঘ বিচ্ছিন্ন আত্মীয়দের সঙ্গে মিলিত হবে
এই অবিরাম জমায়েত ছেড়ে।

যেহেতু তুমি চলে যাচ্ছ অনেক অনেক দূরে
ফিরবে না আর,
আমাকে ভালবাসা এবং ঘৃণা দিয়েছে যে দেশ
খুবই অপরিচিত হয়ে উঠল সে হঠাৎ।


তাইওয়ানের নামে

কুড়ি বছর আগে
তাইওয়ানীজরা যখন বিদেশে যেতো,
প্রায়শই প্রশ্ন করা হতো তাদের ,
তুমি কি জাপানি?
এমন আচরণ করা হতো যেন আমরা জাপানী,
মার্জিত আচরণের নির্দিষ্ট স্টাইলে,
যদিও তাইওয়ানের নামটি
স্তরের নীচে লুকিয়ে থাকতো।

আজও, যখন আমি বিদেশে থাকি,
আমাকে প্রায়ই জিজ্ঞাসা করা হয়,
তুমি কি জাপানি?
তুমি কোরিয়ান?
তুমি কি চাইনিজ?
না না না।
আমি জানি না কতবার
তাইওয়ানের নাম অস্বীকার করা হয়
অবশেষে উচ্চস্তরে ওঠার আগে অবধি।

একই হলুদবর্ণের মোড়কে,
আমি সবচেয়ে বিশুদ্ধ একজন,
তাইওয়ানের।
এমনকি আমি গ্লোবাল ভাষা বলতে পারলেও
তবু্ তাইওয়ানবাসীর মতো আমার অনুভূতি প্রকাশে
আমি এখনও একটি বিদেশী ভাষাই ব্যবহার করছি।

ধারণাগুলি পরিবর্তিত হবে কবে!
যখন জাপানি, কোরিয়ান এবং চাইনিজরা বিদেশে থাকবে
তাদের প্রশ্ন করা হবে,
‘তুমি তাইওয়ানিজ?’

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (3)
  • comment-avatar
    পাপড়ি গঙ্গোপাধ্যায় 5 years

    কবিতার নির্বাচন খুব ভালো।অনুবাদও সাবলীল।ভালো লেগেছে।

    • comment-avatar
      ishita bhaduri 5 years

      ধন্যবাদ পাপড়ি

  • comment-avatar
    Monoj Bag 3 years

    খুব ভালো লাগলো ।

  • demon slauer rule 34 lena the plug leak amateurtrheesome.com cumming in milfs mouth mujer haciendo el amor a un hombre, belle delphine of leaked emma watson in porn xxxamat.com big booty in public hidden cam gay sex, sit on face porn g a y f o r i t forcedpornanal.com please screw my wife female celebrity sex tapes