কুন্তল মুখোপাধ্যায়ের কবিতা
উড়ান
রাত্রিবেলা
সব ঘর
উজাগর
রাত্রিবেলা সব ঘর
স্বপ্ন দেখে
তারা ধোঁয়া
তারা বিড়ি টানে ,কাশে
শেষরাতে কাশে
আর এই চৈত্রমাস
সারারাত্রি
কুষ্ঠভিখারীর হাসি হাসে
কঠিন
এমন পোড়ার গন্ধ
ভুলতে পারি না, প্রিয়
আমাকে সহন দিও
তা না হলে
এই মন
অস্ত গেল
এই শোক
পাথর খণ্ডটি দিয়ে আঁকে রোজ
পাথরের চোখ