কস্তুরী সেন-এর কবিতা
বাকি
পথ এসে মিশে যাচ্ছে
আবার আলাদা হয়ে দূরে যাচ্ছে পথ
এসবে নতুন কিছু নেই
আমার উত্তর তবে এই
মিশে যাওয়াটুকু নিয়ে যথাসাধ্য ভোর হয়ে থাকি?
এই রোদ অসময়ে এই বৃষ্টিজল
সকালবেলাটি বলতে ধুয়ে যাওয়া চোখ
ফের ফুল ফুটে ওঠা বিষ নয় ধুলো নয়
শ্বাসশব্দ একদিন, ‘হ্যাঁ শুনছি’ একদিনের নামে,
এই তো, লেখার মধ্যে কথা বলতে এটুকুই বাকি!
ধারা
বর্জন কাহিনিযোগ্য ভাল
মাঝে মাঝে অকথন তাপে
ফুটে ওঠে নতুন আশ্চর্য সব ফুল
বিস্ময়ে জর্জে জাগে প্রাণ!
আমারও তো বাকি ছিল গান
যা তুমি লেখোনি
তাই লিখব বলে জ্বেলে নেওয়া আলো
লেখা
সামান্য দু এক শব্দ,
‘মিথ্যেবাদী’
‘বোঝা যাচ্ছে’
সামান্যই নীল বাক্য, লাল বাক্যে শেষ
আকাশ পাতাল মাটি কী দারুণ তছনছ তাতে!
ঈশ্বর আসলে মুগ্ধ, অভিভূত,
মৌন দুই হাতে
CATEGORIES General