
কবির মতন
চৈতালী চট্টোপাধ্যায়
তুমি যেই স্ফূলিঙ্গ দেখলে,
অমনি আগুন হয়ে জ্বলে উঠল
তোমার লেখা –
তা তো হয় না!
তোমার জন্য বিরাম চাই।
তোমার জন্য আরাম চাই।
দূর থেকে, তুমুল ব্যথার ইশারাও চাই।
সব মিলিয়ে,মানে,এইসব একত্র হলে,
এবার,গোলাপের মতো ফুটে উঠবে তুমি।
আর,তোমার কবিতাগুলো
নিশ্চিন্তে,পোড়া গন্ধ বিলোবে পাড়ায় পাড়ায়
CATEGORIES কবিতা