
এবং মণিপুর ও অন্যান্য…
কমলিকা দত্ত
১.
সেই যে ভীষণ চোখ উপড়ানো ইরান
অথবা একটি অযথা অবাক ব্যাবিলন…
বিষয়গুলি… হয়ত একটু নীরবতাও দাবী করে…
যেমন ধরুন গুয়ের্নিকার ম্যুরাল। সাড়ে এগারো বাই সাড়ে পঁচিশ… সিগনেচার স্টাইল। সাদা, কালো, ধূসর একটি প্রতিক্রিয়া… যা, ছাপিয়ে গেছে আপনার ছিয়াশি বছরের গ্লোবাল টাইমলাইনটিকে…
২.
ঠিক সেই নীরবতার কথাও বলছি না, যেভাবে অনুভূতিশূন্য একটি ষাঁড়, পিকাসো গ্যালারিতে দাঁড়িয়ে … অথবা বান বিধ্বস্ত ঘোড়াটির পাশে বুড়ো একখানা বিপ্লব, চিরুনি দিয়ে আঁচড়ে নিচ্ছে ব্রেইলের নিপাট…
৩.
বরং তাকিয়ে আছি…এবং তাকিয়ে আছি… ঋতুস্তব্ধ তুমুলে…
আক্রমণ বা অনাক্রমণ পেরিয়ে
বর্ণ, গন্ধহীন তছনছ এক আত্মস্থিতির দিকে…
কল্পনাতীত ক্রমশই …
৪.
হয়ত একটি কমা, নিদেনপক্ষে হয়ত তিনটি ডট…
অফিসের ট্রেন- বাসগুলির ওভার পাংচুয়ালিটি অথবা প্যাসেনজারধর্মী কিছু কথাবার্তা…
অতঃপর…
পিচ্ছিল ধাক্কাটি , হয়ত খুঁজছিল আরও ভয়ংকর কিছু … রক্তশূন্য নিরেট
৫.
আশ্চর্যের অতীত!
রোগা অক্ষর মেয়েটি এখনো দাঁড়িয়ে…
মৃত্যু বাতিলে, তাহার আরব নাই!
এসব নিকোনো বিড়ম্বনাই বটে…
ঘ্রাণবহ সেই শতক প্রাচীন কবিতা এখন কতদূর…?
৬.
একটি ইরানি কেশ, একটি পারসি স্তন
কিংবা মর্নি ওয়াকের বাইরে যে জ্বলন্ত ভিয়েতনামিজ পায়চারি —
এইসব ল্যাজারাস সিনড্রোমগুলির জন্য ইতিহাস শুরু থেকেই নিজেকে প্রস্তুত রেখেছিল… ছন্দোবদ্ধ হুবহু, ঐতিহাসিক অবিকল…
৭.
অতএব
আঁতকে অথবা আউলে ওঠার পূর্বে অথবা পরে,
এই অনুদানী আলোয়
মণিপুরটিকে আমরা দেখব কিভাবে?
রোডম্যাপ ধরে…? টুথপেষ্টজাত ফেনায়… ?
দুর্বোধ্যের অনুপস্থিতি বরাবর…?
৮.
মুহুর্তে যদি…
উপুড় করি আত্মঘাতের থলিটি …
কি বলবেন ?…
আইনের কথা? ধর্মের কথা?
চামড়া, অসুখ, প্রেসক্রিপশন, রেসিপি? … বলতে থাকুন … শুনছি…
৯.
এই অচানক
যোগাযোগটির ডাগরে …আত্মহত্যা ব্যতীত,
বিকল্প কোনো বিজ্ঞাপনের সেই যোগ্যতা নেই…
১০.
বিকট বিহারি আর্তনাদের পায়ে
কথালতা ব্যান্ডেজ ,
গোলাপি বিলাপ… চোখের ডাগরে অক্ষর চিরায়ত
আর এভাবেই হয়ত —
অখিল ভারত এক লহমায় হয়ে ওঠে মণিপুরী …
অসাধারণ লাগলো প্রতিটি কবিতাই ❗
কমলিকা দত্ত অসাধারণ সুন্দর কবিতা প্রতিটিই ❗