ঋজুরেখ চক্রবর্তী-র কবিতা
রান্নাঘর
নির্লিপ্ত ক্ষুধার পরিসরে,
নির্বেদ জেনেছে, কত নির্বিকল্প পাপ জমা আছে,
কত কত হিংস্র অন্ধ রন্ধনশৈলীর গড়াপেটা,
কত জীর্ণ কথকতা,
প্রতিটি থাবার মাপে দানায় দানায় কত অভিশাপ,
কত অশ্রুদাগ!
হাতের আগল ভেঙে খসে পড়া অবুঝ কাচের প্লেট─
মনে তার
মায়াবী শপিং মল জোড়া পাঁচমিশেলি আদুরে গন্ধ
স্মৃতি হয়ে জমে ছিল গতকাল রাত্তির অবধি─
মোহান্ত সকালে আজ
প্রতিটি টুকরোয় তার অসমাপ্ত আলোরেখা জানে কত
মিথ্যের মিশেল দিয়ে লেখা হয় জীবনচরিত।
নির্লিপ্ত প্রজ্ঞার পরিসরে,
নির্বেদ জেনেছে, কত আরব্ধ প্রকল্প জমা থাকে।
CATEGORIES কবিতা
পড়লাম। ভালো লাগল।
খুব ভালো লাগলো