উৎপল চক্রবর্তীর কবিতা
বাঁধ
পাড় ধরে হেঁটে যেতে যেতে
দেখো–
যেখানে ভেঙেছে বাঁধ
সেখানে জ্যোৎস্নাও ভেঙে আছে।
এত যে ভীষণ জলোচ্ছ্বাস–
এও তার যন্ত্রণার ভাষা।
তুমি এক ভাগ নিলে
সেও হাসি মুখে সিংহ ভাগ
ধরে রাখে।
বাঁধন নয়ন-রজ্ঞন হলে,
উপেক্ষিত জলরাশি
জনপদ ছেড়ে আসে,
ঝড়েও চেতনা ফিরে পায়
নদী হয়ে ওঠে..
পাঁজরে দাঁড়ের শব্দ নিয়ে
সে মা হতে চায়।
হাইপক্সিয়া
আমার উদগ্র হাসি দেখে কেউ আমাকে আলোর পাঁপড়ির সাথে মেলালেন। আমিও উৎফুল্ল তখন ড্যাফোডিলের মতো ভেসে আছি প্রশংসার মেঘে। অপেক্ষাকে সদর দরজা থেকে তুলে এনে বসার ঘরে বসিয়েছি। হঠাৎ লিঙ্কন এসে হ্যাপি হাইপক্সিয়া বলে গেলেন।