
অন্যরকম লেখেন যেজন
মীরা মুখোপাধ্যায়
মনোলিথটির নাভি অব্দি লিখেছিলেন
অন্যান্য কবিরা
নীবিবন্ধ খুলে তিনি লিখলেন বাকিটুকু….
কেউ তাকাতে পারছে না সেদিকে
আর এটুকুর জন্যে পথ তৈরি করতে
তাঁকে অনেকটা পাহাড় দুহাতে চিরতে হলো, গুঁড়িয়ে ফেলতে হলো রাশি রাশি ট্যাবু
নাভি অব্দি যাঁরা লিখেছিলেন তাঁদের জন্যে কিন্তু
রাস্তা ছিলো, পাহাড়ের অন্য দিক দিয়ে।
মনোলিথটি এখনো সম্পূর্ণ নয়
আজ,এইমাত্র, তাঁর হাত থেকে শুধু পড়ে গেল
ছেনি ও বাটালি
CATEGORIES কবিতা
খুব সুন্দর
খুব ভালো লাগল।