
অনুপ সেনগুপ্ত-র কবিতা
দুটি কবিতা
শৈশব
বহু শতাব্দীর জিভে
সব শব্দ শুকিয়ে যায়
তারপর নৈঃশব্দ্যের পুকুর পেয়ে
একদিন পদ্ম হয়ে ফুটে ওঠে
সেই পুকুরপাড়ে
একটি নিমগাছ
সারাদিন গান গায়
আর রাত হলে কাঁদে
কান্নায় ভেসে যেতে যেতে
একটি শিশু ঘুমিয়ে পড়ে
আর জেগে ওঠে গানে
অনুপস্থিতির পুবদিকে
আজও সূর্যোদয় হয়
ধুলো
ধুলো এখন তার
দুটি অক্ষরের ধুলো
উড়িয়ে দিচ্ছে এক ফুঁয়ে
আর হয়ে উঠছে অন্য শব্দ
আমিও রোজ
নিজের কাছে হেরে
অন্য কেউ হয়ে উঠি
এগুলোও কবিতা!!