যশোধরা রায়চৌধুরীর কবিতা
আমি
জটিল হৃদয়ে আমি সর্বত্র ক্ষমতাখেলা দেখি
নিষ্ঠুর মননে আমি দেখে ফেলি নিয়ন্ত্রণহীন
আলোস্রাবী ক্ষমতার আবছা এক প্রতিবিম্ব পড়ে
মুখে মুখে প্রতিমুখ সেই এক নীলাভাসিঞ্চিত
এফ চিহ্ন সমুদায়ে মুখবই নড়ে আর চড়ে
সমস্ত সম্পর্কে আমি কেন যেন দাঁত নখ দেখি
প্রবীণ হৃদয়ে আমি এখনো সকল ভিন্ন দেখি
ভেদবুদ্ধি প্রণয়ণে এখনো যে ক্লান্তিহীন থাকি
সর্বত্র ক্লান্তির কাছে মাথা নত করে এসে ঘরে
প্রবল ক্লান্তির ঘোরে নির্ঘুম রাত্রিবাস করি
এখনো সতেজ আছে ঈর্ষারূপ উদ্ভিদের শাখা
এখনো প্রচন্ড আছে রৌদ্রশ্রান্ত ঈগলের পাখা
এখনো নির্বীজ আছে শত্রুপক্ষ আমাদের নখে
এখনো সতেজ আছি প্রতি নিন্দুকের বিষ চেখে
অভ্যাসবশত আমি তথাপি সকলই মন্দ দেখে
মানুষের প্রতি আর বিশ্বাস হারাইনা কোনকালে
এখনো মানুষ সেই একই আছে পাপে ও বল্কলে
এখনো মানুষ সেই লোভে মাৎসর্যে আছে, কামে
প্রবৃত্তিবশত আমি ক্ষমতাখেলায় নেমে গেছি
প্রবল ক্ষমতালোভী – ফলত কী দারুণ সংযত
আমি থাকি, কেননা এ দীর্ঘচঞ্চুদের পাড়া থেকে
বড় বড় পাখিদের ঠোক্করের ভয় আছে প্রাণে