অদিতি বসুরায়-এর কবিতা
প্রস্থান
যাওয়ার আগে, যে পথ ঘোরা হল –
তার দুপাশে ফুলের ছায়ার মতো বিষাদ।
প্রতি সকালে সেই সব গাছে দুঃখ ফুটতো নিয়মিত
ঝরেও পড়তো অনেক।
এসবের মধ্যে কেবল মেঘ করে আসার দিনগুলো মনে আছে
মনে আছে শেষ মুহুর্তে বেনারসি পোড়া এবং ভাত ফোটানোর গল্প।
শাঁখ বাজানো অভ্যাস ছিল না বলে – আলতা পরা হয় নি কখনো
তাই এতো সহজ হল সব।
সহজ এই ছেড়ে যাওয়ার মধ্যে তাই অন্য কোনও অঙ্ক পাও নি তুমি
অঙ্কের বাইরের খাতায় ছবি আঁকা – রং – নকশা পাড় জামদানি
ছেড়ে যাওয়ার আগে – ফিরে যেতে ইচ্ছে করে খুব!