শুভম চক্রবর্তীর কবিতা
কেদারনাথ
ভোর থেকে সন্ধ্যা একটানা হেঁটে ঠিক আপনার কাছে পৌঁছনোর মুহূর্তে চোখে জল এলো।
সেই জল ক্রমে বিন্দু বিন্দু ঝরে রুদ্রাক্ষ গাছ।
সেই জল ক্রমে ত্রিতাপজ্বালার আগুনের তলে বয়ে যাওয়া কুলুকুলু মন্দাকিনী নদী।
সেই জল ক্রমে পেটের ভেতর পা গুটিয়ে বসে থাকার বিরক্তিকর পরিশ্রম থেকে মুক্তি।
মহাদেব, আপনার ব্যাঘ্রকৃত্তিবসানং রূপের ধারণা আমায় বিহ্বল করে দেয়
এমনকি ষাঁড়ের কুঁজের মতো আপনার এই রূপ
দিগন্তের ওপারে চাঁদে, মনে নির্ভার সুগন্ধে গেঁথে থাকে।
CATEGORIES কবিতা