দেবাশিস-এর কবিতাগুচ্ছ
“অপ্রণিতঃ তুমি মতস্যন্যায়ণ উদ্ভবতি।
বলীয়ান অবলাং হি গ্রাসতে দণ্ডধারাভবে।”
মাৎস্যন্যায়
রক্ষা করো সবাইকে
অন্ধকারের নিরাপত্তা আলোর চেয়েও সহজ
রক্ষক মেনেছে তোমায় সর্বত সমক্ষে
মানুষ বড় অসহায় চাইছে তোমার সহযোগ।
দুর্বলেরা, ছোট ছোট চারাগাছ সব
বাঁচাও তাদের সবার আগে বাঁচাও
বৃক্ষের শাখায় শাখায় আন্দোলিত প্রতিরোধ
বেঘোরে থুবড়ে মরে হতাশার যন্ত্রণাটাও।
হারিয়ে গেছে সব, সুশাসন সর্বোচ্চ নীতি
অথচ ওটাই ছিল দেওয়ার, ওটাই ছিল দায়
মানুষকে আগলে রাখা একটি সুচিন্তিত পদ্ধতি
ব্যর্থ হয়েছ ভীষণ তোমারই অযোগ্যতায়।
রক্ষা করো সবাইকে মাছেদের ভারসাম্যের মত
ক্ষমতা দায়িত্ব দেয়, শেখায় রক্ষাকারীর বোধও!
লোপাট
সবই তো লোপাট হয়ে গেছে
শৈশবে বৃষ্টিতে অংকের হিজিবিজি ক্লাস
তবুও তো কিছু পরে আছে
তঞ্চকতা খাতা জুড়ে, গরমিলে ভরা নির্যাস।
সবই তো লোপাট হয়ে গেছে
সংসারে দরকারে অছিলায় অবিচার যত
দাঁত চেপে, চেপে চেপে রেখে
যন্ত্রণা বিদারক, কান্না ভাসছে অবিরত।
সবই তো লোপাট হয়ে গেছে
কত কত বৃদ্ধ লাঠিটাও হারিয়েছে সদ্য
অসহায় ভাবে এই বাঁচাটা
জীবনের প্রতিপদে অজস্র লোপাটের পদ্য।
সবই তো লোপাট হয়ে চলে যায়
পুড়ে যায় বোকামি আর, যত আছে চালাকির পসরা
তুমিও লোপাট হবে একদিন
এ জীবন ধরে যত, অর্জিত লোপাটের মহড়া।
সবই কি লোপাট হবে একদিন?
বাঁচবার অধিকার পদতলে জমা রাখা নয়
যতই লোপাট হয়ে যাক
হারানোর কিছু নেই, চিৎকারে ভেঙে যায় সব ভয়।
প্রতিষ্ঠান
প্রতিষ্ঠানকে সম্মান করতে হয় তাবেদারী নয়
স্বজন সুধীজনেরা চিরকাল ওত পেতে থাকে
এত কিছু ঠেলে ফেলা বিবেকের কাছে পরাজয়
অপরাধের চেয়েও তখন কৃতজ্ঞতা শেখাও আমাকে।
প্রতিষ্ঠানকে সম্মান করতে হয় কলুষিত কখনই নয়
স্বেচ্ছাচারী ব্যবহারে জঞ্জালসম আগাছা বেড়ে ওঠে
মানুষের দায়ভার নিয়ে নিজের প্রতি সম্মান রাখতে হয়
হয়োনা কুক্ষিগত, আজীবন থেকে যাবে ঘা, কালশিটে।
প্রতিষ্ঠান ভূলুণ্ঠিত হলে সমাজচিত্র বিপর্যস্ত হয় একদিন
হে সুরক্ষা প্রদানকারী, তুমিই অপরাধী, অবিবেচক সীমাহীন।
চিৎকার
এক স্বর
দুই স্বর
তিন স্বর
এক পা
দুই পা
তিন পা
এক হাত
দুই হাত
তিন হাত
এক চোখ
দুই চোখ
তিন চোখ
কণ্ঠস্বর
সমস্বর
বহুস্বর
ভয়ঙ্কর!
চিড়িয়াখানা
হরিণ যেমন পালিয়ে বাঁচে
বাঘের মুখের থেকে
প্রজাপতির কিসের সুখ
সুন্দর ব্যতিরেকে।
সাপের ছোবল দরাজ হাতে
বিষক্রিয়ার শোকে
গিরগিটিটা রঙ পাল্টায়
আজন্ম সম্ভোগে।
হাতির পায়ের ওজন বেশি
শুড়ের আগে বোকা
অমন দু’কান কাটলে পরেই
থরহরিকম্পা।
হিংস্রতায় সবার আগে
তিমির দাঁতের মতো
মানুষ সবার থেকে বেশি
মানুষ খেকোর মতো।
টিকটিকিও চালক ভারি
সুযোগ পেলেই খপাৎ
দোদুল্যমান দেয়াল জুড়ে
চালাকির কুপোকাত।
বাঘ ভালুকের গল্পগুলো
চিড়িয়াখানায় বন্দি
বেআব্রু আজ সমস্তটা
ছলনাময়ী ফন্দি।