
কেউ ডাকছে
গৌতম চৌধুরী
কেউ ডাকছে
কেউ ডাকছে
ঠিকমতো শুনতে পাচ্ছি না সেই ডাক
কিন্তু কেউ ডাকছে
ঢেউ এসে ভিজিয়ে দিচ্ছে পা
বারবার
একটাই ঢেউ বারবার ফুঁসে উঠছে
না কি, একের পর এক
লাফিয়ে উঠছে নানা ঢেউ
একটু আগেও
পিছনের বালিয়াড়ি ছিল শুনশান
ঘাড় ঘুরিয়ে দেখি
কোথা থেকে ছুটে আসছে
শত শত বৃক্ষ
তাহলে কি অরণ্য এসে
মিশে যাবে সমুদ্রে?
কেউ ডাকছে
০৪।০৯।২০২৪
CATEGORIES কবিতা