রাজু দেবনাথ-এর কবিতা
মৌনতা
দর্শক আসনে বসে নিজেকেই দেখি-
আরও নিবিড় ভাবে একা হয়ে যেতে ;
স্তব্ধতা জমাট বেঁধে পাথরের মতো
নীরবতা গুলো নিয়ে নিজেতেই মেতে।
ভিড় থেকে ক্রমে দূরে ,দূরে সরে গেলে
মৌনতা নিরব কোনো গলিতে হারায় ,
চোখের ভেতর যার একাকী প্রান্তর –
সে-মানুষ ধীরে ধীরে গাছ হয়ে যায় !
থাবা
যার কোনো দল নেই
বা যে কোনো দলের নয়
সেই প্রান্তিক জীবনের চারপাশে লুকিয়ে আছে –
কত হিংস্র থাবা !
নির্জনে পেলে-
আততায়ীর মতো হামলে পড়তে পারে !
একটা মাঠের গল্প
বাতাসে হাত ধরে তুমি চলে গেছো
সেই চলে যাওয়ার নীচে ,
ঠায় দাঁড়িয়ে আছে – একটা দুপুর ;
ওর মুখে-
শুধু একটা ধুধু মাঠের গল্প শোনা যায় !
সেই গভীরে
হৃদয় দু’ভাগ হয়ে গভীর খাদের মতো ,
অন্ধকার হা’করে আছে –
সেই খাদের গভীরে তলিয়ে যাবার আগে –
তোমার চশমা পরা ঝাপসা মুখ
মনে পড়ে যাচ্ছে বেশ !
এখন কোথায় , কার সাথে-
কেমন আছো তুমি ?
বন্ধ দরজার সামনে -২
একটা ঘর বন্ধ থাকলে
আমরা দরজায় কড়া নাড়ি ,
কলিংবেল বাজাই
তাতেও না হলে – নাম ধরে ডাকি
কিন্তু একটা মানুষ ভেতর থেকে বন্ধ হয়ে গেলে
কিভাবে ডাকবে তুমি !
শেষেরটা দারুন লাগলো ❤️