জয় গোস্বামীর কবিতা :
গ্রন্থ
চৌষট্টি পৃষ্ঠার গ্রন্থ সচেতনতায় সূর্যোদয়
হঠাৎ উৎসর্গ করা নাবালককে
ভূমির কাহিনি
চৌষট্টি পৃষ্ঠার গ্রন্থ সচেতনতায় বেলা বাড়ে
বইটিকে উপযুক্ত শিখরে স্থাপিত করতে হয়
প্রায়-ই ঝুলে ঝুলে ওঠা পর্বতের গায়ে
ভূমি ও পাহাড় কবে একাকার হয়ে যাবে তার কল্পকথা
বলা আছে সব সমুদ্রেই
উবু হয়ে পাঠ করি আমি
ধীরে ধীরে চৌষট্টি পৃষ্ঠায়
সূর্য অস্ত যায়
CATEGORIES কবিতা
সাধু