
সৈকত ঘোষ-এর কবিতা
জলের আলাপ
চোখের থেকে সত্যি গজল আর কী আছে পৃথিবীতে?
ডাক্তারের স্টেথো আর আততায়ীর বুলেট
নিষ্ক্রিয় হয়ে যায়
আমি দেখি অক্ষাংশ বদলে যাচ্ছে বৃষ্টির
উপমায় একটা সুফি রং
আমি দেখি শিশিরের স্ফুলিঙ্গ আর জোয়ার ভাঁটা বদলে যেতে
কফির কাপে তোমার উত্তমাশা
বিষ্ফোরণ,
এর চেয়ে আণবিক কিছু হয়!
সময়ের নির্যাস তোমার মুহূর্ত রচনা করছে
অক্ষরে হেঁটে আসছেন নার্গিস রাজ কাপুর
আর আমি,
স্বপ্নের ভিতর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছি
ট্রেন ছেড়ে যাচ্ছে শৈশবের ময়ূরহাট