
পলাশ দে-এর কবিতা
দুটি কবিতা
বোকা
‘একা’ খুঁজবো বলে আমি যে পরিক্রমায় বেরিয়েছি পাড়ায় পাড়ায় শহর গাঁ দেশ পেরিয়ে সে এক ম্যাজিক
জল নিয়ে ডকুমেন্টারি করতে গিয়ে দেখা যাচ্ছে পুকুর ভ্যানিশ
“তোমরা কেমন আছো গো” বলতে না বলতেই লেজ তুলে পালাচ্ছে গাছ গাছালি
চৌকো চৌকো হয়ে আকাশ ঢুকে পড়ছে, যে যার গুমখুনে…
তখন মাধবীলতা নেচে উঠলো
সহ্য গেয়ে যাচ্ছে চাকরির গান
তুমি খেয়াল করনি বলে সারাদিন খাওয়া হয়নি
একা একা ধোকা খেয়ে যাচ্ছে বোকা ছেলে
শিবির
কত কিছু বুঝতে না পারা হাসিতে আমি অ্যাক্সিডেন্ট মিশিয়ে দি’
এই যে রাস্তা পারাপার মন পারাপার
তোমার নখে লুকানো ছুরি বুঝতে পেরেও
নিজেকে সাজিয়ে রাখা ভেঙে রাখা
ব্রেকিং নিউজের পাশের পাড়ায় এক ক্লান্ত শিবির
কোথা থেকে যে ছন্দ পায়
শূন্যে বেজে ওঠে, কে জানে