
তিলোত্তমা ও ডার্বি ম্যাচ
সোনালী ঘোষ
১.
রাস্তায় মিছিল
মিছিলে গর্জন
আর ছোপ ছোপ রক্ত
রক্তের উপর দাঁড়িয়ে সমাজ
চুপ গণতন্ত্র চলছে
৩.
মধ্য রাত
মদ্য রাত
রাত দখল হয়ে যাচ্ছে
কনুইয়ের চাপে…
তবু গর্জন,
রাগে রাজপথ বদল হচ্ছে
৩.
তোমার চোখের দিকে তাকানো যাচ্ছে না
একটা ভয় অথবা
একটা ঘাতক
বিশ্বাস নিয়ে দাঁড়িয়ে
আঁধার নামলেই বকলস খুলে ঝাঁপিয়ে পড়বে
৪
লাল-হলুদ, সবুজ-মেরুন, সাদা-কালো… গ্যালারি
পতাকা ওড়াতে ওড়াতে একদিন
মানুষ হয়ে ওঠে
অশ্লীল চিৎকার হয়ে ওঠে শ্লোগান
শাসক পাশ ফেরে,
অসংখ্য বুটের আওয়াজ
আর প্রিজন ভ্যান…
৫
একটা গর্জন , দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছে
বৃষ্টি ধুয়ে দিচ্ছে সব
রক্ত চোখের জল…
চাবুক ঝলসে উঠছে
নখ ঝলসে উঠছে
হো হো হাসি
তবু হুহু করে জল ঢুকছে
৬
আঁধার নামছে
আর হিংস্ররা শিকারে
তারপর হঠাৎ একদিন
একঝাঁক হরিণী ঘুরে দাঁড়াল
হিংস্ররা শিকার করতে ভুলে
আশ্রয় নিল ঝাঁকের ভেতর
CATEGORIES কবিতা