
প্রশ্ন
গৌতম চৌধুরী
প্রশ্ন
একটি সহজ অন্ত্যমিলে
জাগছে চূড়া হিমশৈলে
ক্ষুব্ধ ব্যথার সেই নিখিলে
কখন এসে দাঁড়িয়েছিলে
দেখছিলে কি তিলোত্তমা
সবাই মিলে চাইছে ক্ষমা
সবাই মিলে চাইছে আগুন
জমছিল যা তিলে তিলে
ভাঙছে ঘুমের বরফ জমাট
ডাকছে নানান তিলোত্তমা
সে-আহ্বানের সহজ মিলে
লক্ষ আওয়াজ আজ মিছিলের
রাষ্ট্র! তুমি চাইবে ক্ষমা?
প্রশ্ন : লক্ষ তিলোত্তমার
আগুনরঙা অন্ত্যমিলে
লক্ষ যাচ্ছে লক্ষ্যে মিলে
রাষ্ট্র! তুমি চাইবে ক্ষমা?
০৩. ০৯. ২০২৪
চিত্র- পাবলো পিকাসো ( গুগল থেকে নেওয়া)
CATEGORIES কবিতা
সেলাম!!!