
গুজব
গৌতম চৌধুরী
গুজব
– ওই যে কলেজ
– কলেজ কোথায়?
– হাসপাতালও তো
– কী যা তা বল!
– বলছি শোনো না –
– অনেক বলেছ
– একটি যে মেয়ে
– আবার কী কথা?
– খুন হয়ে গেল
– ওঃ! দুঃখের
– ধর্ষিতাও তো
– খুবই লজ্জার
– কিন্তু এ কারা?
– এক জনই সে তো
– না কি, ঢের মাথা?
– আজগুবি কথা
– কেউ কি আড়ালে?
– মিথ্যে গুজব
– চাপার কী আছে?
– একদম চুপ!
– চুপ কেন করি?
– কী চক্রান্ত!
– এক ডাক্তার
– এবার তো থামো
– একজন মেয়ে
– গুজব গুজব
– বাংলার মেয়ে
– গুজব গুজব
CATEGORIES কবিতা