
রাত দখলের কবিতা
দেবাশিস দাশ
শেষের শুরু
সত্যটাকে যতই করো আড়াল,
প্রকাশ সে ঠিক খুঁজবে তোমার বুকে।
অন্ধকারের গন্ধ শুঁকে-শুঁকে
পুলিশ কেন প্রশাসনের দালাল?
লালসা আর গণভোগের রাতে
সুরের মতো সাহস ঝরে পড়ে,
যোনিপথের ঘন খালাসঘরে
সে জন্মাবে নগ্ন মিডিয়াতে।
যতই ছিঁড়ে করবে ফালাফালা,
সত্য তত নিথর কাঠগড়াতে
মরতে-মরতে গভীর অভিঘাতে
জ্বালিয়ে নেবে নিজস্ব নিরালা।
শেষের শুরু এমনি করেই আসে,
যখন তুমি ক্ষমতাসীন নেশায়
পুষতে থাকো ধান্দাবাজির পেশা।
মমতা থাক প্রতিবাদের পাশে।
CATEGORIES কবিতা