
কস্তুরী সেন
আমোদবৈষ্ণব
এখন সকল কথা
তোমার সমস্ত কথা জানি
শিথিল দিনের পারে সে ভোর সে জ্বলানেভা
অসম্ভব প্রত্যেক জানাজানি
ফেলে রেখে এসে, দাঁড়ালাম নিতান্ত দুজন
অপার বন্ধুতাপথে রহস্যবিহীন ওগো আলো দেখা যায়
ও অরূপ ও আমার বনানীর চিরন্তন একা
এত আলো, অথচ কঠিন
তাকাব না তাকাব না এই মর্মে যা কিছু শপথ
ফের ভাঙছে ফের অন্ধকার?
আমার বন্ধুতা ভেঙে ঐ অন্ধ শিরওঠা দেহ ধ্বকধ্বক
আরেকবার হা বিধাতা মাঝে এসে ক্রমশ দাঁড়ায়…