
আভা সরকার মণ্ডল-এর কবিতা
ভালোবাসাগামী
১)
আমার নিরন্তর জেগে থাকা
তোমার ভীষণ প্রিয়
আমার ইচ্ছে গুলো ভালোবাসার অজুহাতে পুড়িয়ে ফেলা
তোমার ভীষণ প্রিয়
আমাকে মনোযোগে বেঁধে ফেলে উদাস থাকা তোমার ভীষণ প্রিয়
আমার চোখে চোখ রেখে– লাল পলাশে ঠোঁট রাখা
তোমার ভীষণ প্রিয়—
জ্বলে যাওয়ার আগে তবু
এক-ফাগুন উত্তাপে আমি
তোমার ডাক নাম লিখে রাখি !
২)
ঠকবো জেনেই
আবারও বিশ্বাস করি ;
ইচ্ছে করেই মরীচিকা চত্বরে ছেড়ে রাখি প্রেম-তেষ্টা আমার !
বদ্ধ উন্মাদকে কি নতুন করে
পাগল বানানো যায় ?
সে যে জন্ম থেকেই ভালোবাসাগামী !
৩)
যদি মিলিয়ে যায়
তাই ছুঁয়ে দেখতে চাইনি —
বেশিরভাগ স্বপ্নই জেগে গেলে– ভেগে যায়
তাই আলো-আঁধারিতেই রেখেছি তাদের ;
ছায়া আছে,মায়া আছে– কায়া নেই !
৪)
মায়া হরিণের মত
অকারণে পরিচিতি দাগ লুকিয়ে ফেলার তপস্যা কেন ?–
নিশ্চিত জেনো
ওই চোখে চোখ রেখে জানতে চাইব না কখনও
—ভালোবাসো কিনা —!
CATEGORIES কবিতা