রুমা তপাদার-এর কবিতা
রিক্ততা
অবুঝ বাঁচার লোভে মেনে নিয়ে সবটুকু
আমি স্থির থাকি ছাই-ভস্ম মেখে
পোড়া কিছু ছায়াজল আহার-জীবন
মায়া নেই শোক নেই বার্তা নেই স্পষ্ট অভিশাপ
তাপ নেই ভুল আলো চোখ জ্বেলে বসে থাকি
সৎ পথ কোনদিকে খোঁজ নিই সাড়া নেই আস্তরণসার
কান্নার অভেদ্য আগুনের গায়ে হাত রাখি
পুড়ে যাই ছাই হই ছাইয়েরা একান্ত ফিরে আসে
হাত হয়ে আবার আবার
সুঠাম দূরত্ব রাখি ফুটন্ত বুদ্বুদ্ ফুলে ওঠে কাছে আসে
কী মিথ্যা কী ছল জানা নেই তার
কাম নেই প্রেম নেই স্নেহ নেই শ্রদ্ধা নেই কাজ আছে
রিক্ততা, তোমার সঙ্গে আমার।
জীবাত্মা প্রেম
বহু রাত পরে এক রাত একা পেলে নিজেকে নিয়েই ভাবি
কান্নার সুযোগ এই তবু জল আসে না
দুঃখ করি
স্বামী নেই ঘুমন্ত সন্তান
সার্বভৌম সত্তা দিয়ে নিজেকে উজাড় করে
নিজের কাছেই রাখি
এত অভিমান এত কষ্ট কেন এত কান্না আসে
মুখ ফুটে কিছু বলতে পারি না
অসময়ে সমক্ষে সবার দ্রুত মুছে নিতে হয় ক্ষত
প্রেম পরমাত্মা খোঁজে আমার জীবাত্মা প্রেম ইচ্ছে উপবাস দেবব্রত