রাজু দেবনাথের কবিতা

রাজু দেবনাথের কবিতা

খনি শ্রমিকের রাত

অজ্ঞাতবাসের দিন শুরু হল যবে-

অন্ধকার খুঁড়ে শুধু মেধা তুলে আনা ;

খনি শ্রমিকের রাত শেষ হবে কবে ?

নির্জনতা ক্রমাগত দিয়ে যায় হানা !

গোপন গভীর সেই যাত্রাপথ জুড়ে

অবজ্ঞার কালো রঙ শিরায় শিরায় ;

নিজের ভেতর যারা – গর্ভগৃহ খুঁড়ে

বার করে নিজেকেই – রত্ন খুঁজে পায় !

নিজেকে লেখা

যখন নিজেকে দেখি – দূর থেকে – শুধু

এক শূন্য মাঠ – ধূধূ – দুপুরের রোদে – একা পড়ে আছে ;

যে-যার নিজের মতো , খেলা শেষ করে – ফিরে গেছে ঘরে !

#

বুকের ওপর শুধু – এক শূন্য মাঠ – ধূধূ –

একা পড়ে আছে !

চিত্রকল্প

তোমার অবজ্ঞার নিচে –

বাজ পড়া এক স্তব্ধ গাছ

একা

দাঁড়িয়ে আছে প্রান্তরে !

আকাশে বজ্রগর্ভ মেঘ , ঝোড়ো হাওয়া –

যেন চুলের মুঠি ধরে শুইয়ে দিচ্ছে মাটিতে !

ঝিনুক

কঠিন আবরণের ভেতর নিজেকে গুটিয়ে নিয়েছি

যেখানে অন্য কারোর জায়গা নেই কোনও ।

এই সহবাস নিজের সঙ্গে !

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
demon slauer rule 34 lena the plug leak amateurtrheesome.com cumming in milfs mouth mujer haciendo el amor a un hombre, belle delphine of leaked emma watson in porn xxxamat.com big booty in public hidden cam gay sex, sit on face porn g a y f o r i t forcedpornanal.com please screw my wife female celebrity sex tapes
404 Not Found

Not Found

The requested URL was not found on this server.


Apache/2.4.41 (Ubuntu) Server at hacklink.site Port 80