
অমিতাভ সরকার -এর কবিতা
অক্ষরের প্রেম আলো পথে
১
আঁধারে নেমেছে ব্যস্ত গানের পাড়া
ভীরু কম্পিত সময়ের স্নান সারা
২
কে কাকে দেখে! অসুস্থ হলে তবে
কেউ নেই আর। বাড়ি ফিরে কথা হবে।
৩
কাকে ছেড়ে কার কথা! সবাই তো আত্মীয়!
কাজ সব করে ক্রোধটা বর্জনীয়।
৪
বাজারে হিসাব, বে-হিসাব, জনে জনে
অধোগতি দিন। আমাদের চেনা মনে
অর্থের দেখা ক্ষোভ পুজো, খোঁজ হয়,
কাজ শেষ হলে কেউ আর কারও নয়।
৫
ভালো আর বাসা, নেই স্থায়ী বাসা
রূপকার বেশ। দুখ বারোমাসা।
৬
সংসার দেশ। অসুখের কেনা জমি।
মেঘ আর রৌদ্র। চিন্তা।বেভুল তুমি
সব ছেড়ে, শেষে, মনের যত্ন নিও
সময়ের পথে আমাকেই খুঁজে দিও।
CATEGORIES কবিতা