
শ্রীময়ী ভট্টাচার্য-র কবিতাগুচ্ছ
বিচিত্র পর্যায়
রাগ ভারী অধৈর্য
ভয় বড় দায়
নিরাপদ ঠাঁই খোঁজে প্রতিযোগিতায় …
সুখ ভারী বিচিত্র
দুঃখ যে হায়
রঙীন মুখোশ পরে কলপাড়ে যায়।
মুখোশটি সমীচীন
বাঁধনটি আঁটো
সত্য যে সনাতন
সাধ, আহ্লাদও ~
যশ, আহা মোহমায়া
খ্যাতি মহাফাঁদ !
তেষ্টা চিরন্তনী
পাশব জিহাদ !
দুপক্ষে বাজে ঢাক
ভাষা হয় বাদক
পণ্য ও যৌনতা
গুলে খায় খাদক ~
রাগ ভারী অধৈর্য
ভাষা বড় দায়
অগ্রাধিকার খোঁজে প্রতিযোগিতায়
দুঃখ যে উদাসীন
সুখও তো হায়
সততার ঠাঁই খোঁজে নিরাপত্তায়…
ভয়
১
ভয় খুবই অসহায় পাখি
ডানা নেই। ছানা তার রোদ্দুরে হা
বাকি
ধার দিয়েছিল কবে, মন নামী তুলতু
এখন আর সে ডিজাইন হয়না।
২
ভয় বড় অসহায় পাখি
কোটরে আলতো ঢোকা আঁখি
অহরহ গোনে তার মুছে আসা পরাজয় ফ
ওদিকে যে লুটপাট ঘরদোর!
সে ভাবে কী ঝঞ্ঝাট, লুকোচুরি খে
আধখানা দরজা তো,
যাওয়ার আগে এঁটে দিয়ে যেও!
প্রেম
১
বিপ্লব ছাড়া আমি শিল্প কী শিখি
বাকিটা তো খোলা মাঠ
আবাদে ফলত বুঝি সোনা..
তোমারও প্রেমের নাম ‘অপ্সরা’ রা
২
বিলাসিতা প্রেম বটে
কী বা আর প্রেম নয় বলো?
ছায়াপথ গুটিগুটি, শূন্যে উড়া
মাঝপথে হেঁকে ফেলা অধিকার
ভাগাভাগি,
দোষ-গুণ, বিচার ও দমন।
৩
ইচ্ছে, হে সখা,
শুধু বেপরোয়া ইচ্ছেকে
ভালোবেসে লুকোও কোটরে
যে শুধু তোমার নয়, তাকে তুমি বাঁ
পথ
কেন বৃথাই ভেবে মরিস
কে তোর আপন কে বা পর?
কেন খুঁজিস না তোর পথ,
সব পথেই খুঁজিস ঘর?
ছবিটা খুব সুন্দর