সুবীর সরকার-এর কবিতা
দুঃখ
পুরোন হাটের গর্ভে আমি দুঃখ রেখে আসি।
কষ্টের কথা তো কাউকে বলা হয়ে ওঠে না।
নখে হলুদ জমলে একা একা নেমে আসি
বলখেলার মাঠে
পাখির ডানার ছায়ার নিচে শহরে সাইকেল ঢোকে
খুব বৃষ্টির দিনে আবার একসাথে চা খাবো
গ্রাম কেটে গ্রামার লিখবো।
স্মৃতির ভেতর জমে থাকা কত মেঘ!
চারপাশে হালুম শব্দ,আকাশে উড়তে থাকা
ঘুড়ি