
প্রত্যূষা সরকার
একলব্যের দিব্যি
এরপরেও তো কৈফিয়ৎ দিতে হবে
এরপরেও তো নৈঃশব্দ সুখ
সারা গায়ে পলিথিন সাঁটিয়ে বসে থাকবে অক্ষর
আসবাব জঞ্জাল অথবা আর্দ্র মজলিসে
খুঁজে পাবো, যাকিছু অলিখিত
যাকিছু স্থির-তরঙ্গ
তারপর শ্মশান-মন্ত্রোচ্চারণ
শেয়ালকাঁটার বীজ থেকে অথৈ জন্মরোগ
মাথা ভার হয়ে আসবে
যেন ইতিহাস, যেন আহেরিয়া
মহাশয়, আপনাকে একলব্যের দিব্যি
বিপ্লব সেদিনও আপনাকেই পড়বে
খুব ভালো লাগলো