
দীপক রায়
বিধিবদ্ধ সতর্কতা
কবিতা, তুমি এক অবোধ হরিণ
বারবার ভুল করে সীমানা অগ্রাহ্য করে
চলে যাও বিপদ সীমার বাইরে
বাঘিনী জিনাত তোমাকে ঘাড় মটকে খায় ।
কবিতা, কবে তোমার কান্ডজ্ঞান হবে ?
তুমি কেন পয়ারে লেখো না
কিংবা লেখো না কেন মাত্রা গুণে গুণে।
ট্রিওলেট লেখো কিংবা লেখো চতুর্দশপদী
এসব অগ্রাহ্য করে কী হয় তোমার ?
অবোধ হরিণের মতো বিপদসীমা পার হয়ে
কেন তুমি বারবার সীমানার বাইরে যাও ?
তোমার কি ভয়ডর নেই ?
ওই দেখো, বাঘিনী জিনাত ঝোপের আড়ালে
চুপচাপ দেখে যাচ্ছে তোমাকে
তুমি একটু সতর্ক হয়
বিপদসীমার বাইরে যেও না।