
রুমা তপাদার
লাভ ও লোভের জন্য
যতবার খননে সম্পদ উঠে আছে সে মাটি অমূল্য
তবু দর হয় দামাদামি
ক্ষমতাই শেষ কথা আর মাটি ভাবে কতটা কদরে আমি
কদর কিছুই নেই কেটে যাবে প্রতিদিন তল
মাটির নীচের অংশ প্রকৃত সম্বল
এইখানে হাত যাবে ছুঁয়ে যাবে রাজারাও যোনি
গভীরে ভীষণ অন্ধকার আমি কিন্তু জানি
জানলে আর কী হবে মাটিকে নিঃশেষ হতে হবে রোজ
ক্ষমতাই শেষ কথা সেন্সেক্স পারদ
লাভ ও লোভের জন্য আরও নেমে যেতে হবে খাদে
মাটি শেষ হয়ে যাচ্ছে ক্ষমতার প্রতিটি আঘাতে