
সোমা দত্ত
গাছের জন্য
গাছের জন্য গাছ হয়ে জন্ম নিতে পারো যদি
তবে জন্ম উৎসর্গ দেব
জল দেব
শ্রম দেব বিনিময়ে
দেব জলাঞ্জলি মানুষের সবকিছু
মানুষের মতো
সবুজ রঙের প্রতি আমার বিশ্বাস
তোমার শারীরিক প্রেমের মতো
–তারুণ্য নির্ভর
গাছের জন্য
গাছের জন্য গাছ হয়ে জন্ম নিতে পারো যদি
তবে জন্ম উৎসর্গ দেব
জল দেব
শ্রম দেব বিনিময়ে
দেব জলাঞ্জলি মানুষের সবকিছু
মানুষের মতো
সবুজ রঙের প্রতি আমার বিশ্বাস
তোমার শারীরিক প্রেমের মতো
–তারুণ্য নির্ভর