
চন্দ্রিমা রায়-এর কবিতা
মায়ামানবীর জন্মদিনে
(১)
তোমাদের চেয়ে দেখি
দেখি চেয়ে দূর, দূর থেকে
যতটা দূরত্ব হলে আগুনের আলো আসে, দহন লাগে না-
তারও কিছু দূর থেকে অপলক দেখে যাই সোহাগ সম্বল।
রনভূমে শান্তি চুক্তি
জলে ভাসে যুদ্ধ বল্কল।
(২)
আপাতত যুদ্ধ শেষ ।
কাটা দাগ কে জুড়ালো, বলো!
সময়! সময়ই বুঝি?
তাকে তুমি কোন নামে ডাকো?
স্মৃতির উপরে তবে কতখানি অবজ্ঞা ও ঘৃণা সুচতুর ভিড় করে এলে সময়ের ডাক নাম বিস্মরণ হয়,
ও সময়! নিজেও কি তা জানো?
(৩)
তুমি এক আশ্চর্য মানবী।
তোমার স্পর্শে আমি দেখেছি কিভাবে
রক্তময় অসি ও কৃপাণ ধীর লয়ে সমর্পন শেখে।
নিবেদন জলে স্নান সেরে
দিশাহীন জাহাজটিও চিনে নেয় রাতবন্দর।
তোমাকেই দেখি দূর থেকে।
মুগ্ধ হই, প্রণত হই
আশ্চর্য মানবী!
প্রেম কে জেনেছি আমি কমলে কামিনী
তোমার জন্মদিনে, মায়া পসারিণী–
পৃথিবীর সব নারী ছায়া সুকোমল,
প্রতিটি মিলনে যেন ফুটে ওঠে :
আদরের ব্রহ্মকমল।।
CATEGORIES কবিতা