সায়ন ভট্টাচার্য
সোহাগ লেখা রাত
সমস্ত বিষের পরেও তো একটা জীবন… আত্মহত্যার শেষে ঘর ভেঙে যায় অবাধ…সেবার তো দেখি কেউ এলো না নতুন আলো জ্বেলে- বুকের মধ্যে পাথর ভাঙার কোনও যন্ত্র কী আছে?
কোনও এক আকাশের নাভীপদ্ম চুম্বনে হাজার নীহারিকা তুমি… এক ফোঁটা এক ফোঁটা নতুন আখ্যান হয়ে মিশে যায় কবিতার জন্য – খেজুর পাতার কাঁটায় মিলিত হয় কলস, মুক্তভাবে দাঁড়িয়ে থাকে কালি মাখা শব্দ : দ্রোহকাল জমে আছে ঠোঁটের আদর নিয়ে, শব্দ জমাট বেঁধে আছে মুক্ত হাঁসুলির পাশে। আরও লেখা বাকি আছে…….এসো, সোহাগলেখা রাতে ছিন্নভিন্ন করে দিই আমাদের শিকলরতি ঘর
CATEGORIES কবিতা