
অরূপ গঙ্গোপাধ্যায়-এর কবিতা
ঝড়ের স্কোয়াড ২
ঝড়ের স্কোয়াডে এবার ভারি হয়ে উঠল তুফান,
কিছুতেই থামানো গেলনা লাঠি-বেয়নেট-বুটের সন্ত্রাস
তীব্র নিখাদ বয়ে আনে ফেনাপুঞ্জ, ভিতর-স্তব্ধতা—
নীলস্রোত ফেটে পড়ার ঠিক আগে কে পাঠাল
প্রতি বুকে দগ্ধ করা বুলেটের চেয়ে ভারি
দুর্বার এই পাড়ি!
বুকের ভেতরে অতিশয় শান্ত গহন আজ তছনছ,
সেইসব নৌকা-বেলা
সেইসব হেলাফেলা— আবছা ঘুম;
চলে যাচ্ছে বাজপোড়া নিথর মায়েদের কাছে,
নি:শ্বাস ক্রমশ দ্রুত ও ঘন; আরো আরো ঘুম
প্রতীক্ষায় থেকে গেল মধ্যযামে
ঢেউচূড়া থেকে মানুষকে প্রপাতের নায়েগ্রায় নিয়ে যাচ্ছে
মানুষের রোষ
সবুজের ডানা পোড়ে, পোড়ে জন্মদৃশ্য
হাওয়ায় রৌদ্রে, পাখিদের ঘন ঘন মাথা নাড়া–
স্পষ্টতর ঋতুবদলের প্রান্তরেখায় মানুষের ইচ্ছাবিন্দু
এগিয়ে চলেছে নির্ঝর জীবনের মতো,
মৃত্যুর স্রোতের মতো,
অজ্ঞানে, হুল্লোড়ে নেমে পড়া সারসের ঠোঁট—
নি:শব্দে পায়ের নীচ থেকে সরে যাচ্ছে মাটি
দু:শাসনের, সাপেদের নত ফণা মোহনবাঁশিতে
সমস্ত উত্তোলিত হাত আজ শহীদ মিনার ছুঁতে চায়।
আমি পা গেঁথে দিই মাটিতে, আমি হাত গেঁথে দিই ডাঙায়,
চোরাটান আমাকে পেছনের দিকে টানে
আমি দ্বিধাদীর্ণ মধ্যবিত্ত, উঠে দাঁড়াই
মাঝখানে লোভী ও দীর্ঘ ফাটল,
নোনাজল ঢুকে ছিঁড়ে দেয় সবুজের ডানা
অমৃত হবে সব,
ভান্ডগুলি আহ্লাদে চিৎকার করে ওঠে।