
রাত দখলের কবিতা
ধীমান ব্রহ্মচারী
রাত দখল যাদের হাতে
এই রাত হোক দখল
এক ফালি চাঁদের কাস্তে শান দিক সমবেত প্রতিবাদ।
আলো ঠিকরে পড়ুক অন্ধকার শহরের কালো আবর্জনায়
ধুয়ে যাক সব লোভের ধুলো থেকে পাঁক…
গাছেরা আজ দেখুক, দেখুক রাস্তার নিস্তেজ ত্রিফলা
ওরা আজ নামবে রাস্তায়,
নামবে এক বুক আশা নিয়ে
নামবে প্রতিবাদের স্বর নিয়ে,
নামবে কালো মাখা আলোর প্রতিবাদ নিয়ে,
হোক সুরাহা ব্যারিকেডে
লাল নয় নীল নয় কালোয় হোক নগরের মঞ্চ
বিল্পব আসুক কালকের সকালে
CATEGORIES কবিতা